নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিতরণ শুরু করেছে আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের সার্কিট হাউস মাঠ থেকে ইভিএম বিতরণ শুরু করা হয়। এই কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। ১৩৪ জন প্রিসাইডিং কর্মকর্তার কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ এই ইভিএম বুঝিয়ে দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস জানিয়েছে, নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ করা হবে। এর জন্য দেড় হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখা হয়েছে। আগামীকাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ও আনসার সদস্য, ১৭ টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’