ছোট বেলা থেকেই সাইকেল চালানোর শখ জুনায়েদের (২২)। সাইকেল চালানোর শখ থাকলেও সময় সুযোগের অভাবে সেই শখ পূরণ হয়ে ওঠেনি। করোনার কারণে কলেজ বন্ধ থাকায় এবার সুযোগ কাজে লাগিয়েছেন এই যুবক। সাইকেল চালিয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে দীর্ঘ ৩১৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন ময়মনসিংহের নান্দাইলে।
জুনায়েদ বলেন, ‘ছোট বেলা থেকেই সাইকেল চালিয়ে অনেক দূর পথ পাড়ি দেওয়ার ইচ্ছা ছিল। সেই শখ অবশেষে পূরণ হয়েছে। যাত্রাটা আমার কাছে ভালোই লেগেছে। তবে শরীরে একটু ব্যথা অনুভব করছি। ভবিষ্যতে সাইকেল চালিয়ে আরও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার স্বপ্ন আছে।’
চট্টগ্রাম থেকে নান্দাইলে সাইকেলে চড়ে যাত্রা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেন জুনায়েদ। তাঁর পোস্টে অনেকেই তাঁকে অভিনন্দন জানান।