হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধোবাউড়ায় ভিজিএফের ৪০ মণ চাল মিলল দোকানে

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় বাজারের একটি দোকান থেকে ৪০ মণ সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার চারুয়াপাড়া বাজারে নিজাম উদ্দিনের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চারুয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ৪০ মণ চাল জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান। 

স্থানীয়রা জানান, কিছু অসাধু লোক ইউপি চেয়ারম্যান ও সচিবের সঙ্গে যোগসাজশের মাধ্যমে রাতে ওই চাল ইউনিয়ন পরিষদে গুদামজাত না করে সরিয়ে ফেলে। তবে অভিযোগ অস্বীকার করেন ইউপি সচিব আব্দুল জলিল আকন্দ ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির। 

ইউপি সচিব আব্দুল জলিল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি ফ্যামিলি কার্ড বিক্রির সঙ্গে জড়িত নই।’ 

ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রতি কার্ডধারীর মধ্যে ১০ কেজি হারে সুষ্ঠুভাবে চাল বিতরণ করছি। চাল উত্তোলন করার পর কার্ডধারীরা হয়তো বাইরে চাল বিক্রি করেছেন। পরে ওই চাল চারুয়াপাড়া বাজারে মজুত রাখার সময় ইউএনও জব্দ করেন।’ 

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন