Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এএসআই নিহত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এএসআই নিহত 

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর আহম্মেদ (৪০) নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

নূর আহম্মেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার কুলিয়াটি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে। 

নান্দাইল মডেল থানা সূত্রে জানা যায়, এএসআই নূর আহম্মেদ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পুলিশ বিটের দায়িত্বে ছিলেন। মামলাসংক্রান্ত বিষয়ে খোঁজ নিয়ে আসার পথে শনিবার দুপুর ১২টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসটি সড়কের পাশের বোরো ধানের জমির খেতে পড়ে যায়। ঘটনাস্থলেই নূর আহম্মেদ নিহত হন। 

খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। এএসআই নূর আহম্মেদ ২০২১ সালের ২৬ মার্চ নান্দাইল মডেল থানায় যোগদান করেন। 

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট