নেত্রকোনার আটপাড়ার সুখারী ইউনিয়নের সব প্রাথমিক শিক্ষকের আয়োজনে শিক্ষা পদক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর সুখারী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম দরদী, রাজেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলি আহাদ, কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তারসহ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।