হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ও গতকাল বুধবার রাতে নগরীর শেষ মোড়, টাউন হল, খাগডহর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া নেতারা হলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফেরদৌস জিল্লু (৫৫), মসিকের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৫২), মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তা (৪৮) এবং নগরীর ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (২০)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাঁরা সন্ত্রাসী বিরোধী আইনসহ ভাঙচুর ও বিভিন্ন মামলার আসামি। তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তার হওয়া নেতারা গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সশস্ত্র মিছিলে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন