হোম > সারা দেশ > ময়মনসিংহ

আগুনে পুড়ল আইসক্রিম কারখানা-গুদাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

আগুনে আইসক্রিমের কারখানা পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

এতে কারখানাটির বিভিন্ন সরঞ্জাম এবং পাশে থাকা একটি মুদিদোকানের গুদাম পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার মালিক তাপস চন্দ্র শাহ বলেন, ‘ভোরে খবর পাই ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এসে দেখি, ফ্যাক্টরিতে থাকা ১২টি ডিপ ফ্রিজসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।’

স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৬টার দিকে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও আইসক্রিম ফ্যাক্টরি ও মুদিদোকানের গোডাউনে থাকা মালামাল পুড়ে যায়।

কারাখানার বিভিন্ন সরজ্ঞাম আগুনে পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শাহীন মিয়া বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন