নতুন বছরের প্রথম দিনেই আত্মগোপনে থাকা ময়মনসিংহ সদর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওর ক্যাপশনে তিনি ব্যঙ্গ করে লিখেন, ‘আমাদের ময়মনসিংহের ডিআইজি সাহেবের সঙ্গে মেধাবীদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়।’
গত বুধবার আপলোড করা ৬ মিনিট ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জনের একটি দল ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’—স্লোগান দিতে দিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমানের কক্ষে প্রবেশ করেন।
তখন কয়েকজন যুবককে বলতে শোনা যায়, ‘আপনি (ডিআইজি) প্রতি সপ্তাহে শুক্র-শনিবার নিজের উপজেলায় গিয়ে নির্বাচনী কাজকর্ম করেন। তারাকান্দার ওসি আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ময়মনসিংহে নিহত রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলার আসামিরা কেন ঘুরে বেড়াচ্ছে। গৌরীপুরে আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে তিনজনকে হত্যা করলেও কেন তারা গ্রেপ্তার হয়নি।’
এ সময় ডিআইজি ড. আশরাফুর রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বাদানুবাদের ঘটনা ঘটে। পুলিশ একটি দলকে সমর্থন করে কাজ করছে এমন কথা বলে দলটি। তাঁরা বলতে থাকেন, ‘আপনারা (পুলিশ) এমনভাবে কাজ করছেন, টাকার পেছনে দৌড়াচ্ছেন। আওয়ামী লীগের নেতাদের না ধরে আপনারা ধরতাছেন কারে, জাসদের মতো ছোট দলের লোককে।’
গত ২৮ ডিসেম্বর দুপুরের এই ঘটনাটি ১ জানুয়ারি সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তের ভেরিফাইড ফেসবুকে আপলোড হওয়ার পরপরেই নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
এখন প্রশ্ন উঠেছে, কী কারণে, কেন হঠাৎ করে সমন্বয়কদের সঙ্গে রেঞ্জ ডিআইজির বাদানুবাদের ঘটনা ঘটল।
গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর হত্যার শিকার হন। এ ঘটনায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহানগর জাসদের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে ২৭ ডিসেম্বর রাতে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তারের পরপরই মধ্যরাত পর্যন্ত থাকে ছাড়াতে কোতোয়ালি মডেল থানায় জোরালো তদবির করেন সমন্বয়কদের একটি পক্ষ।
মিন্টু গ্রেপ্তার হওয়ার কিছুদিন পূর্বে বলেছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের বাইরে ব্যারিস্টার অধ্যয়নরত তাঁর দুই ছেলে জয় ও পিয়াল ওতপ্রোতভাবে জড়িত ছিল। সে সময় তাঁরা দেশে থেকে আন্দোলন চালিয়ে গেছেন। পাশাপাশি আন্দোলনের সময় নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টায়ের বাসায় প্রতিদিন গড়ে ২০-৩০ জন সমন্বয়ক থাকতেন। তাঁদের খাওয়াদাওয়াসহ সমস্ত খরচ তিনিই বহন করতেন।
তখন তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে সাগর হত্যা মামলা হওয়ায় ক্ষুব্ধ সমন্বয়কেরা আমাকে সান্ত্বনা দিয়েছেন। সাগর হত্যা মামলার বাদী বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে আমার অন্যতম সহযোদ্ধা ছিলেন।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে যৌথ বাহিনী নিজ বাসা থেকে লাইসেন্সকৃত শটগানসহ জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তাঁর ভাতিজাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই সমন্বয়ক পরিচয়ে একটি দল তাঁকে ছাড়াতে থানায় তদবির করতে আসে। আর অন্য সমন্বয়কেরা তাঁকে যেন কোনোভাবেই ছাড়া না হয়—সে বিষয়ে আমাদের জানান।’
তিনি আরও বলেন, ‘যারা মিন্টুকে ছাড়াতে এসেছিলেন তাঁরাই ডিআইজি স্যারের কার্যালয়ে গিয়ে হট্টগোল করেছেন, বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।’
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান বলেন, ‘সমন্বয়ক পরিচয়ে আমার অফিসে আসা দলটি সাবেক কাউন্সিলর মিন্টুকে ছেড়ে দিতে তদবির করে, বিগত সময়ে নির্বাচনে অংশ নেওয়া কোনো কাউন্সিলরকে যেন গ্রেপ্তার না করা হয়, সে দাবিও তাঁরা জানান। ছাত্ররা যে আচরণ করে আমার কার্যালয়ে এসেছে, তা অগ্রহণযোগ্য। এর আগেও সদর উপজেলাসহ বেশ কয়েকটি সরকারি অফিসে গিয়ে তাঁরা এমনটি করেছে। তাঁদের উদ্দেশ্য অন্য কিছু। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, ডিআইজি অফিসে যাওয়া দলটিতে নেতৃত্ব দেন সায়েবে রাকাত ও আল নূর আয়াশ। আল নূর আয়াশ আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেন। এর আগেও তিনি আহত সমন্বয়কদের পাশে দাঁড়ানোর জন্য ময়মনসিংহ প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিলেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সায়েবে রাকাতের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে।
তবে বৈষম্যবিরোধী আন্দোলনে ময়মনসিংহের সমন্বয়ক পরিচয় দেওয়া আল নূর আয়াশ বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশেই আমরা ডিআইজি কার্যালয়ে গিয়েছি। কারণ হচ্ছে, সাগর হত্যায় প্রকৃত আসামিদের পুলিশ ধরছে না। পুলিশ তিনজন ছাত্রকে গুলি করে হত্যা করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা যখন ডিআইজির কক্ষে প্রবেশ করি তখন পুলিশের কিছু সদস্য ভিডিও করছিল, তখন একটু হট্টগোল হয়েছিল, এর বেশি কিছু না। আর আজকে আমরা যেই মুক্ত দেশ পেয়েছি এবং ডিআইজি মহোদয় যে চেয়ারটি পেয়েছেন, সেটি আমার ভাইয়ের রক্তের বিনিময়ে।’
তিনি আরও বলেন, ‘আমরা জাসদ নেতা মিন্টুকে ছাড়ানোর জন্য তদবির করিনি। কোনো অফিসে গিয়েও কাউকে বিরক্ত করিনি, যারা এসব করে তাদের আইনের আওতায় আনা হোক।’
ময়মনসিংহের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক গোকূল সূত্রধর মানিক বলেন, ‘একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্রদের অর্জন ম্লান করার জন্য এমনটি করছে। এর আগে কিছু অফিসে গিয়ে তাঁরা হট্টগোল করেছেন। তা কোনোভাবেই কাম্য নয়। ডিআইজি অফিসে গিয়ে যাঁরা বাদানুবাদে জড়িয়েছেন, তাঁরা আমাদের কেউ নন। আমরা চাই বিষয়টি তদন্ত করে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’