হোম > সারা দেশ > ময়মনসিংহ

ট্রেনের ধাক্কায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম মওলা সুমন (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে মহানগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মওলা সুমন মহানগরীর শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং বিকাশের ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

ওসি মহিউদ্দিন বলেন, ‘গোলাম মওলা সুমন মহানগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশে মোটরসাইকেলের ওপরে বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন আরও বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন