হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে আগুনে পুড়ল ৪ ব্যবসাপ্রতিষ্ঠান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ দত্তপুর বাজারে এই ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ দত্তপুর বাজারের মধ্যগলিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে শাহাবুদ্দিনের পেঁয়াজ-রসুনের দোকানে আগুন লাগে। বাজারের পাহারাদার আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এতে আশপাশের মানুষজন দৌড়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে জহিরুল কবির শ্যামলের ফার্মেসি, আব্দুর রব রিপনের ধান ও মাছের খাবারের দোকান, মো. ওয়াহিদ মিয়ার মুদি দোকানের গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

ওষুধ ব্যবসায়ী জহিরুল কবির শ্যামল আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি। আগুন লাগার খবর পেয়ে গিয়ে দেখি দোকানের সব পুড়ে গেছে। তাতে আমার প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয় বাসিন্দা মো. আসাদ উল্লাহ বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটু দেরি হলে আশপাশের সব দোকানপাট পুড়ে যেত।

নান্দাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই।’ তবে তিনি মনে করেন, আগুনে প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন