জামালপুর ও ইসলামপুর প্রতিনিধি
নৌকা মার্কায় ভোট চাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকায় ওসির বক্তব্যের একটি সংবাদ প্রকাশিত হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাত্তি বলেন, ‘ওসি স্যারকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। ওসি স্যার পুলিশ লাইন্সে সংযুক্ত হতে প্রস্তুতি নিচ্ছেন।’
গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে আওয়ামী লীগকে নিজের দল দাবি করে নৌকার বিজয়ে ভোট চান সাধারণ জনগণের কাছে। অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র ধর তাঁর বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দেওয়ানগঞ্জ-বকশিঞ্জ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, মাটি মানুষের নেতা ও নয়নের মনি বলে উল্লেখ করেন।
এ ছাড়াও তিনি পৌর মেয়র নুরুন্নবী অপুকে সুযোগ্য মেয়র হিসেবে আখ্যায়িত করেন এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয় করার আশা ব্যক্ত করেন।
তার ২ মিনিট ১১ সেকেন্ডের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। সরকারি একজন কর্মকর্তা এমন বক্তব্য দিতে পারে কি না তা নিয়ে উঠে প্রশ্ন।
দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে ১৫ আগস্টে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওসি শ্যামল চন্দ্র ধর নেত্রকোনার কেন্দুয়া থানার সেহাগপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। ২০২২ সালের ২৮ জুলাই তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।