ময়মনসিংহের নান্দাইলে চাঁদাবাজির মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।
গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের শুক্কুর আলী মেম্বারের বাড়ি সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই শাহাব উদ্দিন ভূঁইয়াকে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) ফরিদ আহমেদ। তাঁর বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিতে সহযোগিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
জানা গেছে, শাহাব উদ্দিন ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। সে সময় আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী ইফতেকার খুররমকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন তিনি।
এ ছাড়া গত ৫ আগস্টের পর থেকে নান্দাইলে অবস্থান করে চণ্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।