Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বিএনপির কর্মসূচির আগেই আ.লীগের ‘শান্তি’ সমাবেশ শেষ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিএনপির কর্মসূচির আগেই আ.লীগের ‘শান্তি’ সমাবেশ শেষ

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় কর্মসূচির দিনে ‘শান্তি’ সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির সমাবেশ ঘিরে নৈরাজ্য হলে তা প্রতিহত করতে আজ শনিবার বেলা ১১টা থেকে নগরীর জিমনেসিয়াম মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়ে দুপুর দুইটার দিকে এ কর্মসূচি শেষ হয়। 

অন্যদিকে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো শহর। পূর্বঘোষণা অনুযায়ী ২টা থেকে সেখানে তাদের সমাবেশ শুরু হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেয়। 

এর আগে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ‘শান্তি’ সমাবেশের জানান দেন। 

ইকরামুল হক টিটু বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির পক্ষে। স্বনির্ভর দেশ গড়ার জন্য সরকার কাজ করছে। আমাদের শান্তি সমাবেশ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। কেউ যেন সাধারণ মানুষকে জিম্মি করে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’ 

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘এ দেশের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সাধারণ মানুষ মেনে নেবে না। কোনো দল কিংবা গোষ্ঠী সমাবেশের নামে বিশৃঙ্খলা করতে চাইলে, আওয়ামী লীগ তার পাল্টা জবাব দেবে।’ 

আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, মসিক মেয়র ইকরামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত। 

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, ঘটার আশঙ্কাও নেই। নগরীতে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন  রয়েছে। 

 

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক