Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

হেরোইনসহ গ্রেপ্তার, নেত্রকোনা ছাত্রলীগের সহসভাপতিকে বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি

হেরোইনসহ গ্রেপ্তার, নেত্রকোনা ছাত্রলীগের সহসভাপতিকে বহিষ্কার

হেরোইনসহ গ্রেপ্তার হওয়া নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান প্রবানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। 

কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের সম্মান ক্ষুণ্ন হয়—এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। 

আজ শনিবার নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হেরোইনসহ প্রবানের গ্রেপ্তারের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে আমরা অবহিত করি। পরে জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাঁকে বহিষ্কার করা হয়। মাদক ও সন্ত্রাসে জড়িত এমন কারও স্থান ছাত্রলীগে হবে না।’ 

আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে আছেন। প্রবান ও তাঁর পরিবার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বারহাট্টা থেকে এক গ্রাম হেরোইনসহ আবু রায়হান প্রবানকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে জরুরিভাবে তাঁকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

ডিবি (পূর্ব) পুলিশের ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে প্রবানকে আদালতে সোপর্দ করা হয়।

একের পর এক আগুন, উজাড় বন

আ.লীগ ঘুরে শিক্ষক আবুল ফের বিএনপিতে

নদে ভাসছিল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ