নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ফলদী নদীতে চলাচলকারী নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পরে জরিমানা ও মুচলেকা নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বরখাপন ইউনিয়নের যাত্রাবাড়ী ঘাট এলাকায় চাঁদাবাজির সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার চেমটি গ্রামের ফরহাদ মিয়া (৫০) ও নয়াপাড়া গ্রামের আব্দুল গণি (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের যাত্রাবাড়ী ঘাট এলাকায় ফলদী নদীতে চলাচলকারী নৌকা থেকে নিয়মিত চাঁদা তুলতেন ওই দুজন। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। এ সময় থানার ওসি মোহাম্মদ লুৎফুল হকসহ কয়েকজন পুলিশ সদস্য ইউএনওর সঙ্গে ছিলেন।
অভিযানে নৌকা থেকে চাঁদাবাজির সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে চাঁদাবাজি না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।