Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

কলমাকান্দায় নৌপথে চাঁদাবাজির অভিযোগে আটক ২ 

নেত্রকোনা প্রতিনিধি

কলমাকান্দায় নৌপথে চাঁদাবাজির অভিযোগে আটক ২ 

নেত্রকোনার কলমাকান্দায় ফলদী নদীতে চলাচলকারী নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পরে জরিমানা ও মুচলেকা নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বরখাপন ইউনিয়নের যাত্রাবাড়ী ঘাট এলাকায় চাঁদাবাজির সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার চেমটি গ্রামের ফরহাদ মিয়া (৫০) ও নয়াপাড়া গ্রামের আব্দুল গণি (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের যাত্রাবাড়ী ঘাট এলাকায় ফলদী নদীতে চলাচলকারী নৌকা থেকে নিয়মিত চাঁদা তুলতেন ওই দুজন। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। এ সময় থানার ওসি মোহাম্মদ লুৎফুল হকসহ কয়েকজন পুলিশ সদস্য ইউএনওর সঙ্গে ছিলেন।

অভিযানে নৌকা থেকে চাঁদাবাজির সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে চাঁদাবাজি না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট