নান্দাইলে প্রাইভেটকারের চাপায় মোস্তাকিম আহম্মেদ পূর্ণ (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে নান্দাইল-তাড়াইল সড়কের পূর্ব দরিল্লাহ্ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পূর্ণ একই গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরের দিকে মোস্তাকিম রাস্তা পার হওয়ার সময় তাড়াইল থেকে আসা একটি প্রাইভেটকার ওই স্কুলছাত্রকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। মোস্তাকিমের শারীরিক সমস্যা ছিল। সে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান বলেন, প্রাইভেটকারটি থানায় আনা হয়েছে। শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।