Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সিএনজির ড্রাইভারসহ ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা হলো পাঁচ। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ বুধবার সকাল ৯টার দিকে বালুবোঝাই ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ত্রিশাল উপজেলার বাবুপুরের বাসিন্দা মৃত হাফিজ উদ্দিনের ছেলে হাজি মো. কলিমুদ্দিন (৮৫) ও একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়ার বাসিন্দা আ. হেকিমের ছেলে আ. সাত্তার ড্রাইভার (৪০)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার চকরামপুরের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০), বাঘাদারিয়া গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী মিনা (৪৫) ও বাগান গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে ছালাম নবী (৩২)। 

ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে নিহতদের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। বর্তমানে রাস্তায় যানচলাচল স্বাভাবিক আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। 

নদে ভাসছিল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি