Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মজিবুর রহমান সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মগর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মজিবর রহমান গত বুধবার (১৬ নভেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে তার এনএস-১ পরীক্ষা করলে তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গতকাল শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন জানান, মজিবর রহমান গত গত বুধবার বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্টেও ভুগছিলেন।

তিনি আরও জানান, বর্তমানে জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন রাগী ভর্তি রয়েছেন। 

ধর্ষণকাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়