স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (উত্তর) বনাম বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ) মধ্যকার ম্যাচে জয়ী হয় বিতরণ বিভাগ-২ (দক্ষিণ)।
এ সময় উপস্থিত ছিলেন বিউবো ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওবায়দুল ইসলাম, জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সার্কেল ২), মো. হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।