হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভারতের সীমানা থেকে বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতের সীমানা থেকে সারোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গোবড়াকুড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হয়। 

নিহত সারোয়ার হোসেন হালুয়াঘাট উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

কড়াইতলী বিজিবি ক্যাম্পের সুবেদার কে এম বেলাল হোসেন বলেন, ‘পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভেতরে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের কাছ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে গিয়ে বিএসএফের পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের পর রাত ৯টার দিকে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে বিএসএফ। মরদেহ হালুয়াঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।’ 

গোবড়াকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু বলেন, ‘বেলা ৩টার দিকে স্থানীয়রা জানান, পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভেতরে অর্ধেক বালুচাপা দেওয়া অবস্থায় একজনের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হওয়ার পর পুলিশ ও বিজিবিকে জানায়। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন। মরদেহ গাড়িতে তোলার সময় দেখেছি গলা কাটা ছিল।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন