জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ানা ইয়াসমিন হিমি (২৬) মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকার সাভারের সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাঁচতলার ওপর থেকে পড়ে গিয়ে দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রেজওয়ানা ইয়াসমিন হিমি। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৪তম আবর্তন) শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তাঁর বাবার নাম আব্দুল হাশিম।
হিমির ভগ্নিপতি মোহাম্মদ আসলাম তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেড় বছর আগে পাঁচতলার ওপর থেকে পড়ে গিয়ে দীর্ঘদিন প্যারালাইজড ছিলেন হিমি। সুস্থতার পথেই এগোচ্ছিলেন। কিন্তু শেষমেশ তাঁকে জীবনযুদ্ধে হেরে যেতে হলো।
এদিকে হিমির মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে ব্যথিত হয়ে নানা ধরনের মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। হিমির মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন শোক জানিয়েছে।