Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

রাতে সপরিবারে ঘুমিয়ে পড়েন, সকালে স্ত্রী দেখেন ঘরে মরদেহ ঝুলছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

রাতে সপরিবারে ঘুমিয়ে পড়েন, সকালে স্ত্রী দেখেন ঘরে মরদেহ ঝুলছে

ময়মনসিংহের নান্দাইলে আওলাদ হোসেন (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলা আচারগাঁও ইউনিয়নের সুনাম খালি গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আওলাদ হোসেন আইসক্রিম বিক্রি করে সংসার চালাতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্ত্রী সন্তান নিয়ে রাতের খাবার খান আওলাদ। স্ত্রী, সন্তান ঘুমিয়ে পড়লে কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে পড়েন। স্ত্রী সকালে স্বামীকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে পুলিশ আজ সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আওলাদ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম বলেন, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে মামলা চলছে। দুই বছর ধরে মামলার হাজিরা দিতে দিতে হতাশায় ভুগছিলেন। প্রতি মাসে হাজিরা দিতে অনেক টাকা খরচ হতো এ কারণে সংসার ও হাজিরার টাকা নিয়ে হিমশিম খেত। এদিকে প্রতিবেশী-স্বজনেরা আবার হুমকিও দিত।

নান্দাইল মডেল থানার পরিদর্শন (তদন্ত) আবুল হাসেম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হলেও পরিবারের কথায় রহস্য মনে হওয়ায় মরদেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।

জামালপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা

আওয়ামী আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নজরুল বিশ্ববিদ্যালয়

পাঁচ দাবিতে ময়মনসিংহে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

জলমহালের মাছ লুট নিয়ে সংঘর্ষ, ধনু নদে ৩ লাশ

আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৮

জৈব পদ্ধতিতে করলা চাষে সফল কাজীম উদ্দিন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

হালুয়াঘাটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরা ও সাবান জব্দ

একের পর এক আগুন, উজাড় বন

আ.লীগ ঘুরে শিক্ষক আবুল ফের বিএনপিতে