হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুরে বিজিবির অভিযানে ৯৬৩ বোতল ফেনসিডিলসহ মিনিট্রাক জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪: ১৮
দুর্গাপুরে বিজিবির অভিযানে জব্দ ৯৬৩ বোতল ফেনসিডিল। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে ৯৬৩ বোতল ফেনসিডিলসহ একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ট্রাকটি আটক করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান আজ রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীন নলুয়াপাড়া বিওপির ছয় সদস্যের টহল দল সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় একটি মিনিট্রাক ফেলে চালক পালিয়ে যান। বিজিবির সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ ফেনসিডিলসহ ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

ফসলের খেতে মিলল বাক্‌প্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত মরদেহ

ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা

বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক

বিস্ফোরক মামলায় ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার