Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী বাবুকে বিএনপি থেকে বহিষ্কার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী বাবুকে বিএনপি থেকে বহিষ্কার

জামালপুর-২ আসনে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা বিএনপির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। 

আসনে অ্যাডভোকেট হোসেন রেজা বাবু তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীতঅ্যাডভোকেট হোসেন রেজা বাবু বলেন, ‘বহিষ্কার বড় কথা নয়। আমি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেছি। নির্বাচনে লড়ার লক্ষ্যে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছি।’ 

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য এবং গত ২৪ জুলাই জেলা বিএনপির অনুমোদিত উপজেলা বিএনপির কমিটির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। এর আগে তিনি উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন ছিলেন। 

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে উপজেলা বিএনপির সহসভাপতি পদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি আমরা অবগত নই। নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার