নান্দাইলে বিষধর সাপের কামড়ে হাসান মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বীরকামটখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া একই গ্রামের মো. আউয়াল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে মা-বাবার সঙ্গে একই খাটে হাসান মিয়া ঘুমাতে যায়। রাত ২টার দিকে তার পেটে ব্যথা শুরু হয়। তাৎক্ষণিক ছেলের চিৎকার শুনে আউয়ালের ঘুম ভাঙে। এমন সময় লাইট জ্বালিয়ে দেখতে পান ঘরের ভেতরে দরজার সামনে বিষধর সাপ বসে আছে। পরে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে সাপকে মেরে ফেলে। এর মধ্যেই আশপাশের মানুষ ছুটে আসে। এর কিছুক্ষণ পর হাসান মিয়ার মৃত্যু হয়।
আউয়াল মিয়া বলেন, ‘রাতে একসঙ্গে ঘুমিয়েছি। মাঝরাতে ছেলে ব্যথায় চিৎকার করলে ঘুম থেকে উঠি। তারপর দেখি সাপ বসে আছে। আমার একটিমাত্র ছেলে এভাবে সাপের কামড়ে মারা যাবে ভাবতেও পারেনি। আমি অসহায় হয়ে পড়েছি।’