ময়মনসিংহে চোরাই ১০ গরুসহ জীবন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া জীবন মিয়া নগরীর কাঠগোলা এলাকার বাসিন্দা। আজ শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ আজকের পত্রিকাকে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে চোরাই গরু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহে আসার খবর পাই। নগরীর কাঁচিঝুলি এলাকায় ওই ট্রাক থামানোর জন্য পুলিশ সংকেত দিলে চোর চক্রের অন্তত সাত-আটজন সদস্য পালিয়ে যায়। এ সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১০টি গরু উদ্ধার এবং জীবন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওসি শাহ্ কামাল আকন্দ আরও বলেন, গ্রেপ্তার হওয়া জীবন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা গরু নিজের কাছে রাখা ও বিক্রির কথা স্বীকার করেছেন। জব্দ হওয়া ১০টি গরু জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরির পর ট্রাকে করে নেত্রকোনায় পাঠানো হচ্ছিল।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তার জীবনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।