হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে চোরাই ১০ গরুসহ যুবক গ্রেপ্তার 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চোরাই ১০ গরুসহ জীবন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া জীবন মিয়া নগরীর কাঠগোলা এলাকার বাসিন্দা। আজ শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ আজকের পত্রিকাকে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে চোরাই গরু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহে আসার খবর পাই। নগরীর কাঁচিঝুলি এলাকায় ওই ট্রাক থামানোর জন্য পুলিশ সংকেত দিলে চোর চক্রের অন্তত সাত-আটজন সদস্য পালিয়ে যায়। এ সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১০টি গরু উদ্ধার এবং জীবন মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

ওসি শাহ্ কামাল আকন্দ আরও বলেন, গ্রেপ্তার হওয়া জীবন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা গরু নিজের কাছে রাখা ও বিক্রির কথা স্বীকার করেছেন। জব্দ হওয়া ১০টি গরু জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরির পর ট্রাকে করে নেত্রকোনায় পাঠানো হচ্ছিল। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তার জীবনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন