হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছাত্রলীগের হামলায় ২ সাংবাদিক গুরুতর আহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তারা হলেন দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং আজকের পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাইদ।

জানা গেছে, অগ্নিবীণা হলের একটি কক্ষের সিট দখলকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এতে আহত হন একাধিক শিক্ষার্থী। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে একটি অংশের হামলার শিকার হন সাংবাদিকেরা।

বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী লুবন মোখলেসের নেতৃত্বে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুহিন (পূর্বে বহিষ্কৃত) ও রায়হান, চারুকলার ২০১৭-১৮ সেশনের শাহরিয়ার এবং চারুকলার ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৌমিক জাহানসহ অন্তত ১৫ থেকে ২০ জন লাঠিসোটা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে উপর্যুপরি কিল ঘুষি, লাথি, সংঘবদ্ধ হামলা চালায়। আহত দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর আহত সাংবাদিকদেরকে মেডিকেল সেন্টারে দেখতে এসে বলেন, ‘যারা হামলা করেছে, তারা যে-ই হোক না কেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’

পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সহযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত সাংবাদিকেরা তাদের জীবনের নিরাপত্তাসহ দ্রুত অপরাধীদের রুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন