ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বালতিতে পড়ে ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে। গত সোমবার সন্ধ্যায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মসজিদ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুসাদ্দিকুর রহমান মাজিদ। সনে ওই হাসপাতালের মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমেদের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শিশু মাজিদকে গোসল করিয়ে তার মা পাশের রুমে তোয়ালে আনতে যান। পরে তোয়ালে নিয়ে এসে দেখেন মাজিদ ওপর হয়ে একটি বড় বালতিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।