কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে লাইছা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশু লাইছা আক্তারের মৃত্যু হয়েছে।’
স্বজনদের সূত্রে জানা গেছে, লাইছা আক্তার সাহেবাবাদ গ্রামের রাসেল চৌধুরীর মেয়ে। আজ রোববার সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। বেশ কিছুক্ষণ পর স্বজনেরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় খুঁজে পান তাঁরা।
লাইছা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।