হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলার প্রায় ২ হাজার ৫০০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টা ৩০ মিনিটে নগরীর কাঁচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮ টা ৩০ মিনিটে। প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

আজ শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ কার্যালয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুর রাজজাক। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই কর্মকর্তা আরও জানান, নগরের চকবাজারের ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আবদুল হক। আকুয়া বাইপাস এলাকায় মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

এগুলোসহ সদরের ১৬টি স্থানে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে ছোটছোট অনেকগুলো জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহার নামাজকে ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, যেসব বড় বড় স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন