হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে মো. হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকার হাজা কাশেম আলী কালেজের পাশে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত হয়েছেন দুজন। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, খেলা নিয়ে বিরোধে হত্যার ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আসামি গ্রেপ্তারের পর প্রকৃত ঘটনা বলা যাবে।’ 

নিহত মো. হাসান নগরীর পাটগুদাম বিহারি ক্যাম্পের বাসিন্দা প্রয়াত মাসুদ মিয়ার ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। নগরীর স্টেশন রোড এলাকায় তালা-চাবির কাজ করতেন মো. হাসান। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বিহারি ক্যাম্পের সামনে হাজি কাশেম আলী কলেজের পাশে আড্ডা দিচ্ছিলেন হাসান ও তাঁর বন্ধুরা। এ সময় ৩০-৪০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে উপর্যুপরি হামলা করেন। এরপর হাসান এবং তাঁর বন্ধু রহিত আহমেদ ও মো. রাজাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত রহিত ও রাজাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা শঙ্কামুক্ত। 

নিহতের বড় ভাই মো. মুরাদ বলেন, ‘বাসা থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। অহেতুক হত্যা করা হয়েছে।’

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

সেকশন