ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পাশে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রানা মিয়া (৩৩)। তিনি ওই ওয়ার্ডের মুন্সিপাড়া মহল্লার খোরশেদ আলীর ছেলে। সে নান্দাইল সাবরেজিস্ট্রার অফিসের সামনে চায়ের ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে নান্দাইল খাদ্যগুদামের পাশের একটি ড্রেনের ময়লা পরিষ্কার করতে যান রানা মিয়া। সেখানে কোদাল দিয়ে কাজ করার সময় ড্রেনের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে সংস্পর্শ হয় তাঁর। এতে ঘটনাস্থলেই রানা মিয়া বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা বিষয়টি দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে ঈশ্বরগঞ্জ এলাকায় তাঁর মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিদর্শককে (তদন্ত) ঘটনাস্থলে পাঠিয়েছি খোঁজ খবর নিতে।’