হোম > সারা দেশ > ময়মনসিংহ

১১ বছর ধরে অনুপস্থিত চিকিৎসক, যোগদানের পর কর্মস্থলে ছিলেন মাত্র ৩ দিন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন অনুজা রায় বনি প্রায় ১১ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি হাসপাতালে যোগদানের পর মাত্র তিন দিন অফিস করেছেন। অনুজা রায়ের পদ শূন্য না হওয়ায় নতুন চিকিৎসক যোগদান করতে পারছেন না। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অনুজা রায় ২০১৩ সালের ৩ নভেম্বর হাসপাতালে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পরবর্তী তিন মাসে মাত্র তিন দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন তিনি। এরপর প্রায় ১১ বছর ধরে প্রতি মাসে চিঠি চালাচালি করেও তাঁর খোঁজ পাচ্ছে না কর্তৃপক্ষ।

অনুজা রায় রংপুর জেলার বাসিন্দা। ১১ বছর ধরে তাঁর পারিবারিক ঠিকানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের কাছে চিঠি চালাচালি করা হয়েছে। অনুজা রায়ের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর ভাট আজকের পত্রিকাকে বলেন, একাধিক চিঠি পাঠানোর পরও চিকিৎসক অনুজা রায় বা তাঁর পরিবারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তাই সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবার চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিনা অনুমতিতে অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন