হোম > সারা দেশ > ময়মনসিংহ

জুয়ার আসর থেকে আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৯

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২২: ১৩
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ২২: ১৩
গ্রেপ্তার ৯ জন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে জুয়ার আসরে অভিযান চালিয়ে আইনজীবী, কাউন্সিলরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তবে অভিযান টের পেয়ে জুয়া আসরের মালিক গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন পালিয়ে গেছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে সদর উপজেলা ও গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী কাছারি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে জুয়ার আসরে এ অভিযান চালানো হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িদের বহনকারী তিনটি প্রাইভেট কার ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা জজ আদালতের আইনজীবী কায়কোবাদ হোসেন (৪৯), জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ করিম (৫৫), মর্তুজা রেজা (৬৭), অরুণ খান (৪৫), মোজাম্মলে (৫৫), মফিজুর রহমান (৫২), রুহুল আমিন (৫২), মোফাজ্জল হোসেন (৬০) ও রতন মণ্ডল (৩২)। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, গৌরীপুর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মফিদুল ইসলাম আইন অমান্য করে একটি জুয়ার আসর চালাতেন। তিনি পলাতক থাকায় বর্তমানে তাঁর বড় ভাই কৃষক দলের নেতা মোজাম্মেল হোসেন সেটি চালাচ্ছিলেন। মোজাম্মেলসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

নালিতাবাড়ীতে সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব, হামলা ঠেকাতে গিয়ে ব্যবসায়ী নিহত