হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ-৯: তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক ছাত্রদল নেতা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক ছাত্রদল নেতা আবু জুনায়েদ বিল্লাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল এর কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। 

আবু জুনায়েদ বিল্লাল নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের বাসিন্দা। তিনি নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি তৃণমূল বিএনপির সাধারণ সদস্য। গত ২২ নভেম্বর তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাড. তৈমূর আলম খন্দকারের কাছ থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন আবু জুনায়েদ বিল্লাল। 

আবু জুনায়েদ বিল্লাল বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আগামী ৭ জানুয়ারি জনগণের ভোটের মাধ্যমে যদি বিজয়ী হতে পারি নিজেকে মানবতার সেবায় উৎসর্গ করে দেব। নান্দাইল কে দুর্নীতি, মাদক ও দরিদ্র মুক্ত করে জনগণের পাশে থাকবো।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘তৃণমূল বিএনপি থেকে আবু জুনাইদ বিল্লাল মনোনয়ন পত্র দাখিল করেছেন। তা ছাড়াও আরওও ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন