হোম > সারা দেশ > ময়মনসিংহ

রেললাইনের ৪০টি ক্লিপ খুলে নিয়ে ধরা পড়ল মাদকাসক্ত যুবক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে রেললাইনের অন্তত ৪০ টি ক্লিপ খুলে নেওয়ায় অভিযোগে অপু হাসান নামে (৪০) এক মাদকাসক্তকে আটক করেছে পুলিশ।

অপুর বাসা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকায়। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রেললাইনে হাঁটার সময় দেখতে পায়, দুজন রেললাইনের ক্লিপ খুলছে। শিক্ষার্থীরা তাদের ধরতে গেলে একজন দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা অপুকে আটক করে রেলওয়ে থানায় খবর দেন। পরে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপুকে আটক করে।

এসআই শহিদুল ইসলাম আরও বলেন, ‘এমন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্লিপগুলো লাইনে লাগানো হয়েছে। ক্লিপ খুলে নেওয়ার ঘটনায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। আটক অপুর বিরুদ্ধে মাদক, চুরিসহ থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বলেন, ‘এই ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন