হোম > সারা দেশ > ময়মনসিংহ

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল বাকৃবি, ট্রেন অবরোধ 

ময়মনসিংহ প্রতিনিধি

চাকরিতে কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তাঁরা। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। 

বিষয়টি স্বীকার করে রেলওয়ে থানার উপরিদর্শক দীপক পাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে। পরে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন আটকে থাকায় সাধারণ যাত্রীসহ মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।’ 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘চাকরিতে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। কোটা পদ্ধতি চাকরিতে বৈষম্য সৃষ্টি করেছে। প্রকৃত মেধাবীরা চাকরিতে আসুক, এখানে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। তাই ট্রেন অবরোধ করে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামীকাল রায় যদি আমাদের পক্ষে না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’ 

মারিয়া জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা। তার পরেও আমি কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি চাই না, আমি ও আমার ভবিষ্যৎ প্রজন্ম কোটার দোহাই দিয়ে চাকরিতে আসুক। আমি মনে করি, এই কোটা পদ্ধতি বাতিল করা উচিত।’ 

আটকে থাকা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের সুপারভাইজার সারোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা লাল কাপড় টানিয়ে ট্রেন থামাতে বাধ্য করেন। পরে আন্দোলনের মুখে প্রায় এক ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।’

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন