হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে ৪৮ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে নান্দাইল চৌরাস্তার চাঁদমনি হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে কামাল মিয়া (৪০) ও গৌরীপুর থানার ত্রিশঘর গ্রামের আবুল কালাম ফকিরের ছেলে মো. মাসুদুর রহমান ওরফে করিম (২২)। আটকৃতদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানা উপপরিদর্শক মো. মোস্তাক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোরে গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে হাত বদলের জন্য নান্দাইল চৌরাস্তার চাঁদমনি হোটেলের সামনে জড়ো হন ওই দুই ব্যক্তি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে উপপরিদর্শক মোস্তাক আহাম্মদ, সহকারী উপপরিদর্শক আলয় চন্দ্র সরকার ও মো. রোস্তম আলীসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেন।

ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন