Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

জিঞ্জিরাম নদে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

জিঞ্জিরাম নদে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে নদে ডুবে নিখোঁজ হওয়া ইয়াসিন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঝালরচর এলাকার জিঞ্জিরাম নদে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মায়ের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয় শিশু ইয়াসিন। ইয়াসিন ওই গ্রামের ছাহামত আলীর ছেলে।  

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শিশু ইয়াসিন মায়ের সঙ্গে নদের তীরবর্তী বেগুনখেতে যায়। মা খেতের পরিচর্যার ব্যস্ত থাকার কোনো একসময়ে শিশু ইয়াসিন খেতের পাশে জিঞ্জিরাম নদে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে মা চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা জড়ো হন এবং বিষয়টি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করতে পারেনি।  

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গতকাল অসতর্কতাবশত শিশুটি নদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে শিশুটিকে উদ্ধার করা যায়নি। আজ শিশুটির লাশ নদ থেকে উদ্ধার করা হয়েছে।

১৩ মাস পর যমুনায় সার উৎপাদন শুরু

ভালুকায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

নকলায় ধর্ষণের আসামিকে ছিনিয়ে নিয়ে বিচার করতে থানা ঘেরাও

মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে: বাবর

শেরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

এসপিবিকের অনিয়ম: ধারের শিক্ষার্থী দেখিয়ে অর্থ লোপাট

র‍্যাম্পে হাঁটল ১৩০ বিড়াল

১০ পার্সেন্ট ভোট পেলে স‍্যালুট দেব: জামায়াতের উদ্দেশে বিএনপি নেতা ফজলুর

বিদ্যালয়ের কমিটি নিয়ে সংঘর্ষ, অভিভাবক সদস্য নিহত

নান্দাইলে স্বাস্থ্য কর্মকর্তার বদলি ঠেকাতে মানববন্ধন