গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে হাওয়াখালি গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে লংগাইর ইউনিয়নের হাওয়াখালী গ্রামের বসতঘরের মেঝে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মাজেদা খাতুন (৫৫)। তিনি লংগাইর ইউনিয়নের হাওয়াখালী গ্রামের আব্দুল খালেকের প্রথম স্ত্রী। আব্দুল খালেক পেশায় জেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লংগাইর ইউনিয়নের হাওয়াখালী গ্রামের আব্দুল খালেকের প্রথম স্ত্রী মাজেদা খাতুন গ্রামের নির্জন বাড়িতে একা বসবাস করতেন। এই দম্পতির কোনো সন্তান নেই।
গতকাল সোমবার রাতের কোনো এক সময় বসতঘরে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সকালে স্থানীয় লোকজন ওই ঘরের দরজা খোলা এবং মেঝেতে ওই গৃহবধূর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পাগলা থানা-পুলিশ দুপুরে বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
একই গ্রামের প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় স্ত্রী নিয়ে বাস করেন আব্দুল খালেক। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে পারিবারিক বিরোধ থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।