হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে উপজেলার খাগডহর ইউনিয়নের বেগুনবাড়ি বাজারে পাঁচ পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 

পুড়ে যাওয়া পাঁচটি পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করেন ইউএনও। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন হাজার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার করে প্রত্যেককে পরিবারকে মোট পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়। 

এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন করোনা মহামারির কারণে সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ। এতে দরিদ্রসহ মধ্যবিত্ত পরিবারগুলোও অতি কষ্টে দিনাতিপাত করছে। এসব দুর্যোগের মাঝেও খাগডহর ইউনিয়নে এই পাঁচটি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এসব মানুষের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের সকলের ঈমানী ও মানবিক দায়িত্ব। 

বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইউনিয়নের সকল বিত্তবানদের প্রতিও আহ্বান জানান ইউএনও। 

ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

সেকশন