হোম > সারা দেশ > ময়মনসিংহ

এক দশক পর আহ্বায়ক কমিটি পেল ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

লুৎফুল্লাহেল মাজেদ বাবু, আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, মো. সায়েদুল হক, মো. নূরে আলম জিকু। ছবি: সংগৃহীত

এক দশক পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্যসচিব করে ১০০ সদস্যের উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়।

অন্যদিকে মো. সায়েদুল হককে আহ্বায়ক ও মো. নূরে আলম জিকুকে সদ্যসচিব করে ৮৩ সদস্যের পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, মো. রুহুল আমিন মাস্টার, মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, হোসেন আলী মণ্ডল, শাহজাহান জয়পুরী, মোসলেম উদ্দিন ফকির, মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন, আব্দুল্লাহ আল মামুন খোকন, আমিনুল ইসলাম খান মনি, শাহ মোফাজ্জল হোসেন টিপু, মো. নিজাম উদ্দিন, শরিফ আবেদীন জায়েদী, মো. আজিজুল হক বাদল। এ ছাড়া সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীনকে সম্মানিত সদস্য ঘোষণা করা হয়।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কেরা হলেন জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, মো. জহিরুল ইসলাম সুজন, মো. সালাউদ্দিন খুররম, মো. হায়দার আলী, মো. আবুল কাশেম রফিকুল আল আজাদ দুলাল, মো. বিপুল সালেহীন, মো. নূর নবী মিয়া, নজরুল ইসলাম, মো. তারিক আজিজ, আজহারুল ইসলাম সুজন, মো. খলিল উল্লাহ বাচ্চু, মো. হযরত আলী ও মো. মনিরুল ইসলাম জুয়েল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে উপজেলায় বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল।

নতুন নেতৃত্ব ঘোষণায় ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন। এ সময় তাঁরা কেন্দ্রীয় এবং জেলা বিএনপির নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন