Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপির ইফতারে আওয়ামী লীগের হামলার অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

বিএনপির ইফতারে আওয়ামী লীগের হামলার অভিযোগ

ঈশ্বরগঞ্জে বিএনপির আয়োজিত ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সাড়ে ৩টায় চরনিখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপির নেতারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। বিকেল সাড়ে ৩টার দিকে পৌর সদর মুক্তিযোদ্ধা সংসদের সামনের এলাকা থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য জীবী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল বের করে। দেশীয় অস্ত্র নিয়ে মিছিলটি চরনিখলা উচ্চ বিদ্যালয়ে গিয়ে একদফা ভাঙচুর চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। দ্বিতীয় দফায় পৌনে ৪টার দিকে ফের হামলা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এ সময় পুলিশের পিটুনিতে কয়েকজন আহত হন। আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপিরও কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘স্কুল কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছিল। যারা এ কাজটি করেছে এরা আওয়ামী লীগের বিদ্রোহী অংশ।’ এ ছাড়া এ বিষয়ে তাঁরা কোনো আইনি পদক্ষেপ নেবেন না বলে জানান সাধারণ সম্পাদক। 

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সামি উসমান গণি বলেন, ‘বিএনপির অনুষ্ঠানে সরকার বিরোধী মন্তব্য করায় তাঁরা (আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মীরা) এগিয়ে গেলে পুলিশের আক্রমণের শিকার হন। বিএনপির পক্ষ হয়ে পুলিশ তাঁদের নেতা কর্মীদের আক্রমণ করে।’ পুলিশের আক্রমণে বেশ কয়েকজন নেতা কর্মী গুরুতর আহত হয়েছে বলে জানান গণি। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট