Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নদে ফেলে দেওয়ার ২০ দিন পর সেই শিশুর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

নদে ফেলে দেওয়ার ২০ দিন পর সেই শিশুর লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার জন্য মুজাহিদ নামের এক শিশুকে নদে ফেলে দেওয়ার ২০ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

গত ১০ মে পাঁচ বছর বয়সী শিশু মুজাহিদ ৫০০ টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে কিছু কিনতে যাচ্ছিল। এ সময় তার কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে তাকে ব্রহ্মপুত্র নদের কাছে ডেকে নেয় এক কিশোর। পরে শিশুটির কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে নদে ফেলে দেওয়া হয়। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। শিশু মুজাহিদ ওই গ্রামের বাবুল আক্তারের ছেলে।

এদিকে ঘটনার পরদিনই থানায় মামলা করেন শিশুটির বাবা বাবুল আক্তার। পরে ঘটনা জানাজানি হয়ে গেলে জড়িত প্রতিবেশী কিশোরকে (১৫) গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজের ২০ দিন পর আজ সকালে শিশুটির লাশ নদে ভেসে ওঠে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত ১১ মে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কিশোর আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট