বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২৭ জন সাংবাদিক। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল থানায় এই জিডি করা হয়।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকের পক্ষে জিডিতে স্বাক্ষর করেন ছাত্রলীগ নেতাদের হামলায় আহত সাংবাদিক মো. ফাহাদ বিন সাইদ।
জিডির মাধ্যমে নিরাপত্তা চাওয়া সাংবাদিকেরা হলেন ফাহাদ বিন সাইদ (আজকের পত্রিকা), আহসান হাবিব (যায়যায়দিন), সিফাত শাহরিয়ার প্রিয়ান (আরটিভি), জিহাদুজ্জামান জিসান (কালবেলা), নবাব মো. শওকত জাহান কিবরিয়া (আমার সংবাদ), আসলাম বেগ (খবরের কাগজ), আরাফাত রহমান (আজকালের খবর), মোকছেদুল মোমিন (সারাবাংলা), রাশেদুজ্জামান রনি (ভোরের কাগজ) প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিকের ওপর হামলা চালায় লোভন মুখলেস ও তানভীর তুহিনের নেতৃত্বে সন্ত্রাসীরা। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবু নাঈম আব্দুল্লার অনুসারী বলে নিশ্চিত হওয়া গেছে।