হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে স্বাস্থ্য কর্মকর্তার বদলি ঠেকাতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর ভাটের বদলি ঠেকাতে মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতারা।

দিবাকর ভাটকে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বদলি করা হয়। এই আদেশ প্রত্যাহারের দাবিতে আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করা হয়।

কর্মসূচিতে জানানো হয়, দিবাকর ভাট আট মাস আগে নান্দাইলে যোগদান করেন। তখন থেকে উপজেলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আন্তরিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দিবাকর ভাটের কর্মতৎপরতায় সম্প্রতি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এইচপিভি টিকাদানে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ স্থান অর্জন করে। তিনি হাসপাতালে দালালের দৌরাত্ম্য নির্মূল এবং রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স ভাড়া কমিয়ে ৯৫০ টাকা নির্ধারণে ভূমিকা রেখেছেন। এ ছাড়া রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহসহ সব পরীক্ষা-নিরীক্ষায় সর্বক্ষণিক কাজ করছেন।

আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে নান্দাইলের স্বাস্থ্য সহকারী ইনচার্জ সাদেক কামাল আকন্দ সভাপতিত্ব করেন। স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন চিকিৎসক শান্তা ত্রিবেদি, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা কামরুজ্জামান খোকন, স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম টিপু, সিনিয়র স্টাফ নার্স তাসলিমা আক্তার, সিএচসিপি জাহাঙ্গীর আলম, হেলথ অ্যাসিস্ট্যান্ট নান্দাইলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা নান্দাইলের স্বাস্থ্য খাতকে দুর্নীতি ও সিন্ডিকেটের কালো থাবা থেকে রক্ষা করতে দিবাকর ভাটের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন। এ ক্ষেত্রে তাঁরা সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। বদলির আদেশ প্রত্যাহার না হলে কর্মবিরতিতে যাওয়াসহ কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দেন তাঁরা।

বিএনপি অফিসের ভাড়া বাকি কোটি টাকা, পিস্তল হাতে দলীয় সাবেক উপমন্ত্রী

বকশীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: আরও এক লাশ উদ্ধার

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

‘ব্রিজ দিয়া পার অইলে জীবনডা সার্থক ওইতো’

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ

‘ঈদমেলা’ নামে অশ্লীল নাচ-গান, নারীসহ ৩৮ জন গ্রেপ্তার

কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় ঈশ্বরগঞ্জে সিনেমা হলে ভাঙচুর, আগুন