হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল পাল (৪৫) নামে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। নিহত ট্রেনযাত্রী মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত গোপাল পাল নেত্রকোনার মোহনগঞ্জ পালপাড়া এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরে শ্রমিকের কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এ সময় মোহনগঞ্জ থেকে আসা গোপাল পাল প্রস্রাব করতে ট্রেন থেকে নেমে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে গেলে ছিনতাইকারীর কবলে পড়েন।

এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতকদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন