হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের দুদিন পর ঝিরিতে মিলল ইজিবাইক চালকের মরদেহ

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিখোঁজের দুদিন পর আরব আলী (২১) নামের এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার রাংটিয়া এলাকার একটি ঝিরি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি গৌরিপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এইচএসসি পাস করার পর আরব জীবিকার তাগিদে একটি ব্যাটারিচালিত ইজিবাইক কিনে পরিবারের ভরণ-পোষণ করতেন। গত শনিবার সন্ধ্যায় তিনি ইজিবাইক চালাতে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

এদিকে সোমবার সকাল ৭টার দিকে রাংটিয়া এলাকার এক কৃষক ঘাস কাটার জন্য গেলে পাহাড়ি ঝিরিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ও আরব আলীর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও শনাক্ত করেন। আরব আলীর শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন