ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আপন দুই ভাগনিকে হত্যা মামলায় অভিযুক্ত মামা মাহবুবের (২০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার বিকেলে মাহবুবকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক রাজিব আহমেদ তালুকদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক প্রসূন কান্তি দাস।
কোর্ট পরিদর্শক বলেন, পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিন মঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মাহবুবকে আদালতে তোলা হলে বিচারক রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
উল্লেখ্য, ঈশ্বরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মামার হাতে খুন হয় দুই ভাগনি। গত সোমবার ঘরে ডেকে এনে দুই ভাগনিকে গলা কেটে হত্যা করেন তাঁদের আপন মামা মাহাবুব। এরপর মাহাবুবের দুলাভাই ও নিহত শিশুদের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।