ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নকল ব্যান্ড রোলযুক্ত প্রায় দেড় লাখ মোহিনী, জনি ও পাখা বিড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ১৮টি মামলায় ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ।
এ টি এম আরিফ বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল ব্যান্ড রোলযুক্ত বিড়ি বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিম বাজার, পুটায়াদী চৌরাস্তা, খামখেলি বাজার, পলাশতলী, রাঘুনাথপুর বাজার, নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার মোহিনী, জনি ও পাখা বিড়ি জব্দ করা হয়।
অন্যদিকে ভালুকা থানার ওসির নির্দেশনায় উপজেলার মল্লিকবাড়ি অটো স্ট্যান্ড, মাছবাজারে ১০টি দোকানে মোহীনি, নিউ লাকি ও মিরাজ বিড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন পুলিশের উপপরিদর্শক মো. আরিফ ও তাঁর সঙ্গীয় দল।
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে। এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ।